টেকসিঁড়ি রিপোর্ট : ‘আমার ভাবনায় বাংলাদেশ’ এই বিষয়ে জাতীয় পর্যায়ে এক মিনিটের রিলস মেকিং প্রতিযোগিতার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দল বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এই উপলক্ষে সামজিক যোগাযোগ মাধ্যমের এক মিনিটের ‘রিল মেকিং’ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে আলোড়ন তৈরি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল।
এ রিল প্রতিযোগিতার ১০ জন বিজয়ী পাবেন সরাসরি তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ।
‘আমার ভাবনায় বাংলাদেশ’ এই বিষয়ে ১১টি থিমে বানানো যাবে ভিডিও। আর এসব ভিডিও জমা দেওয়া যাবে ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার ,১৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। ‘
এই ঘোষণায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


