টেকসিঁড়ি রিপোর্ট : প্রযুক্তি কোথায় নেই! হজের মতো বিশাল ধর্মীয় আয়োজনে এলো প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি জীবনকে সহজ করে দেয় । যোগাযোগ নিরাপদ করে । আগামী হজ মৌসুম ২০২৬ সাল থেকে হাজিদের নিরাপত্তা প্রদানে ও ব্যবস্থাপনার উন্নতির জন্য সৌদি কর্তৃপক্ষ প্রযুক্তির সাহায্যে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো হলো,
ই-ব্রেসলেট (E-Bracelet): সকল হাজির জন্য একটি বিশেষ ‘ই-ব্রেসলেট’ বা ইলেকট্রনিক ব্রেসলেট ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এটি হাজিদের সনাক্তকরণ, ট্র্যাকিং এবং জরুরি তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হবে।
সম্প্রতি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হাজিদের হাতে থাকা এই স্মার্ট ই-ব্রেসলেটটি মূলত ব্যক্তিগত তথ্যভাণ্ডার এবং গাইড হিসেবে কাজ করবে। এই ব্রেসলেটে হাজির পাসপোর্ট, ভিসা ও আবাসন সংক্রান্ত সকল তথ্য সংরক্ষিত থাকবে, যার ফলে কারো পরিচয় শনাক্তকরণ সহজ হবে। ফলে হারিয়ে যাবার ভয় থাকবে না ।
এছাড়া, জরুরি চিকিৎসার প্রয়োজনে হাজির শারীরিক অবস্থা ও পূর্ববর্তী মেডিকেল ইতিহাসও এতে দ্রুত পাওয়া যাবে। শুধু তাই নয়, রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে হাজিরা মক্কা-মদিনায় নিজেদের অবস্থান সহজে বুঝতে পারবেন। এমনকি এতে নামাজের সময়সূচি এবং হজের বিভিন্ন রোকন পালনে বহুভাষী নির্দেশিকাও যুক্ত থাকবে।
ব্রেসলেটটি পানিনিরোধক বা ওয়াটার রেসিস্ট্যান্ট হওয়ায় ওজু বা ভিড়ের মধ্যে এটি নষ্ট হওয়ার কোনো ভয়ও নেই।
নিরাপত্তা ক্যামেরা: মসজিদুল হারামের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সেখানে ১ হাজার নতুন নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল ফোর্স ২৪ ঘণ্টা এই ক্যামেরাগুলোর মাধ্যমে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। মূলত ২০১৫ সালের হজে মিনায় পদদলিত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনার পর থেকে সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে।
আগামী ২৬ মে চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। আগামী বছর ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাবেন।
সুত্র জাতীয় দৈনিক থেকে


