টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্বখ্যাত প্রযুক্তি দানব অ্যাপল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি (Nike)-তে বড় ধরনের বিনিয়োগ করেছেন।
সম্প্রতি শেয়ার বাজার থেকে তিনি প্রায় ৩০ লাখ ডলারের শেয়ার কিনেছেন, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
রয়টার্স এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, গত ২২শে ডিসেম্বর টিম কুক নাইকির ৫০,০০০টি ‘ক্লাস বি’ শেয়ার কেনেন। গড়ে প্রতি শেয়ারের জন্য তিনি খরচ করেছেন ৫৮.৯৭ ডলার। এই নতুন ক্রয়ের ফলে নাইকিতে তাঁর মোট শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৫,০০০-এ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ ডলার।
কেন এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ?
টিম কুক ২০০৫ সাল থেকে নাইকির পরিচালনা পর্ষদের সাথে যুক্ত আছেন এবং বর্তমানে তিনি সেখানে ‘লিড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। বাজার বিশ্লেষকদের মতে, সম্প্রতি নাইকির শেয়ারের দামে কিছুটা মন্দা দেখা দিলেও টিম কুকের এই ব্যক্তিগত বিনিয়োগ প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদী উন্নতির ওপর তাঁর দৃঢ় আস্থা রয়েছে।
এর আগে গত ১৮ই ডিসেম্বর নাইকির ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশের পর শেয়ারের দাম প্রায় ১৩% পড়ে গিয়েছিল। ঠিক সেই সময়েই কুকের এই ‘বাই দ্য ডিপ’ (দাম কম থাকাকালীন কেনা) কৌশল নাইকির শেয়ারের দাম আবার বাড়াতে সাহায্য করেছে। বুধবার বাজার খোলার পর নাইকির শেয়ার প্রায় ২% থেকে ৪.৬% পর্যন্ত বৃদ্ধি পায়।


