টেকসিঁড়ি রিপোর্ট : ২০২৫ সালের ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটার পরিমাণ সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। অ্যাডোবি অ্যানালিটিক্স-এর বুধবারের তথ্য অনুযায়ী, বিশাল মূল্যছাড় এবং ‘বাই নাও পে লেটার’ (BNPL) বা কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধার কারণে ক্রেতারা রেকর্ড পরিমাণ খরচ করেছেন। তবে গত বছরের তুলনায় এই প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর বলে লক্ষ্য করা গেছে।
১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মার্কিন ক্রেতারা অনলাইনে মোট ২৫৭.৮ বিলিয়ন ডলার খরচ করেছেন, যা গত বছরের তুলনায় ৬.৮% বেশি। উল্লেখ্য যে, গত বছর এই প্রবৃদ্ধির হার ছিল ৮.৭%। তবে প্রবৃদ্ধি কিছুটা কমলেও এটি অ্যাডোবি-র পূর্ববর্তী ২৫৩.৪ বিলিয়ন ডলারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রাস্ফীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে বাজেট-সচেতন ক্রেতারা সৌখিন কেনাকাটার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করেছেন। মূলত ‘সাইবার উইক’ এর সময় উচ্চ আয়ের মানুষ প্রচুর ব্যয় করেছেন। অন্যদিকে, সাধারণ ক্রেতাদের অনলাইনে টেনে এনেছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সহজ কিস্তি সুবিধা।
অ্যাডোবি ডিজিটাল ইনসাইটস-এর প্রধান বিশ্লেষক বিবেক পান্ডিয়া বলেন, “প্রতিযোগিতামূলক মূল্যছাড় এবং ‘বাই নাও পে লেটার’-এর মতো নমনীয় পেমেন্ট অপশনগুলো এই রেকর্ড পরিমাণ ব্যয়ে বড় ভূমিকা রেখেছে।” এবারের মৌসুমে কিস্তিতে কেনাকাটার পরিমাণ ছিল ২০ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ৯.৮% বেশি।
স্মার্টফোন ও এআই-এর দাপট কেনাকাটার ধরনেও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। মোট অনলাইন লেনদেনের ৫৬.৪ শতাংশই হয়েছে স্মার্টফোনের মাধ্যমে, যা গত বছরের তুলনায় বেশি। কেনাকাটার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চ্যাটবটের ব্যবহার বেড়েছে অভাবনীয় হারে। রিটেইল সাইটগুলোতে এই খাতে ট্রাফিক বা ভিজিটর সংখ্যা ৬৯৩.৪% বৃদ্ধি পেয়েছে।
মূলত ইলেকট্রনিক্স, ক্রীড়া সামগ্রী এবং গৃহস্থালি যন্ত্রপাতির মতো দামী পণ্যগুলোর চাহিদা ছিল তুঙ্গে, যার পেছনে মূল কারণ ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট। অ্যাডোবি ১ ট্রিলিয়নেরও বেশি রিটেইল ওয়েবসাইট ভিজিট বিশ্লেষণ করে এই তথ্য প্রদান করেছে। ২০২৫-এর এই ট্রেন্ড জানাচ্ছে, বিশ্বজুড়ে ই-কমার্স এখন অনেকটাই মোবাইল এবং এআই-নির্ভর হয়ে পড়ছে।



