টেকসিঁড়ি রিপোর্ট : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের গ্রুপ চ্যাটের জন্য নতুন ৩টি ফিচার ঘোষণা করেছে।
মেটার মালিকানাধীন এই অ্যাপটি মূলত অনেক সদস্য বিশিষ্ট গ্রুপগুলোতে ব্যবহারকারীদের মিথস্ক্রিয়া বৃদ্ধি এবং নিজেদের ভূমিকা আরও স্পষ্টভাবে তুলে ধরার জন্য এই আপডেটগুলো নিয়ে এসেছে।
নতুন এই ফিচারগুলো হলো— মেম্বার ট্যাগস (Member Tags), টেক্সট স্টিকার (Text Stickers) এবং ইভেন্ট রিমাইন্ডার (Event Reminders), যা গ্রুপ চ্যাটকে আরও সুসংগঠিত ও নমনীয় করে তুলবে।
মেম্বার ট্যাগস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন গ্রুপ চ্যাটে নিজেদের জন্য আলাদা আলাদা ‘রোল’ বা পরিচয় নির্ধারণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি একটি গ্রুপে নিজেকে “কোচ” হিসেবে ট্যাগ করতে পারেন, আবার অন্য একটি গ্রুপে নিজের পরিচয় “বাবা” হিসেবে সেট করতে পারেন।
অন্যদিকে, টেক্সট স্টিকার ফিচারের মাধ্যমে টাইপ করা যে কোনো শব্দকে মুহূর্তেই স্টিকার গ্রাফিক্সে রূপান্তর করা যাবে, যা ব্যবহারকারীরা পরবর্তীতে তাদের কাস্টম স্টিকার প্যাকে সংরক্ষণ করতে পারবেন।
সর্বশেষ ফিচারটি হলো ইভেন্ট রিমাইন্ডার। এখন থেকে গ্রুপ চ্যাটে কোনো ইভেন্ট বা অনুষ্ঠানের ইনভাইটেশন তৈরি করে পাঠানোর সময় আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দিষ্ট সময়ের আগে রিমাইন্ডার সেট করে দেওয়া যাবে। মেটা জানিয়েছে, এই সুবিধাটি গ্রুপের সদস্যদের সঠিক সময়ে কোনো অনুষ্ঠানে পৌঁছাতে বা নির্দিষ্ট সময়ে ভিডিও কলে যোগ দিতে সাহায্য করবে।


