টেকসিঁড়ি রিপোর্ট : বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন বিশ্বরেকর্ড গড়ল চীনা অটোমোবাইল জায়ান্ট এক্সপেং মোটরস। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় জি৭ এসইউভি-র ‘এক্সটেন্ডেড রেঞ্জ’ সংস্করণ বাজারে এনেছে, যা একবার ফুল চার্জ এবং ফুল ট্যাঙ্কে টানা ১,৭০৪ কিলোমিটার পথ চলতে পারে।
গুয়াংঝু-তে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করার সময় এক্সপেং-এর কর্মকর্তারা জানান, দীর্ঘ ভ্রমণে চার্জ ফুরিয়ে যাওয়ার যে ভয় চালকদের মনে থাকে, তা দূর করতেই এই মডেলটি ডিজাইন করা হয়েছে। এটি মূলত একটি ইআরইভি (EREV) বা এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল। এর বিশেষত্ব হলো, এর চাকাগুলো সরাসরি বৈদ্যুতিক মোটরের সাহায্যেই চলে, কিন্তু ভেতরে থাকা ছোট একটি পেট্রোল ইঞ্জিন জেনারেটর হিসেবে কাজ করে ব্যাটারিকে চার্জ দেয়। ফলে ব্যাটারি শেষ হয়ে গেলেও গাড়ি থেমে যায় না।
এক্সপেং জি৭-এ রয়েছে একটি ৫৫.৮ কিলোওয়াট-আওয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ৬০ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। কোম্পানির চেয়ারম্যান হে শিয়াওপেং জানান, শুধুমাত্র ব্যাটারির শক্তিতেই গাড়িটি ৪৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। কিন্তু যখন পেট্রোল চালিত জেনারেটরটি চালু হয়, তখন এর মোট রেঞ্জ দাঁড়ায় ১,৭০৪ কিলোমিটারে। এই সিস্টেমে গাড়ি চালানোর অনুভূতি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ির মতোই মসৃণ থাকে, অথচ বাড়তি পথ চলার নিশ্চিন্ততা পাওয়া যায়।
নির্বাহীরা ব্যাখ্যা করেছেন যে প্রযুক্তিটি বিশেষ করে সেইসব এলাকায় কার্যকর যেখানে চার্জিং স্টেশন এখনও ব্যাপকভাবে গড়ে ওঠে নি।
নতুন জি৭ এসইউভি-র দাম শুরু হচ্ছে ১৯৫,৮০০ ইউয়ান (প্রায় ২৮,০০০ মার্কিন ডলার) থেকে। মজার ব্যাপার হলো, কোম্পানিটি তাদের পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ এবং এই হাইব্রিড সংস্করণের দাম একই রেখেছে যাতে গ্রাহকরা কোনো বাড়তি খরচ ছাড়াই নিজের পছন্দমতো মডেল বেছে নিতে পারেন।
২০২৫ সালের শেষ নাগাদ এক্সপেং বিশ্বের ৬০টি বাজারে প্রবেশ করেছে। চীন ছাড়াও তারা ইন্দোনেশিয়া, অস্ট্রিয়া এবং অতি সম্প্রতি মালয়েশিয়ায় তাদের উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। তাদের ‘গো-গ্লোবাল ২.০’ কৌশলের অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় ব্যাপক হারে গাড়ি রপ্তানি শুরু করেছে প্রতিষ্ঠানটি। গত এক বছরে তাদের আন্তর্জাতিক রপ্তানি প্রায় দ্বিগুণ বেড়ে ৪৫,০০০ ছাড়িয়ে গেছে।
চীনের এই শক্তিশালী গাড়িটি কি টেসলার বাজার কমিয়ে দেবে , এমন শংকা করছেন বিশ্লেষকরা।


