টেকসিঁড়ি রিপোর্ট : ইউটিউব মিউজিক অবশেষে তাদের অ্যাপে ‘ক্রস-ডিভাইস কিউ সিনক্রোনাইজেশন’ (Cross-device Queue Synchronization) সুবিধা চালু করছে। এর ফলে এখন থেকে আপনি আপনার কম্পিউটার বা ডেস্কে কোনো প্লে লিস্ট শোনা শুরু করলে, ঠিক যে জায়গায় থামিয়েছিলেন সেখান থেকেই আপনার ফোনে গানটি পুনরায় শুরু করতে পারবেন। অর্থাৎ, মাঝপথে আর কোনো ছন্দপতন ঘটবে না।
এই ফিচারটি অনেকের কাছেই পরিচিত মনে হতে পারে, কারণ স্পটিফাই ব্যবহারকারীরা দীর্ঘ কয়েক বছর ধরে এই সুবিধা উপভোগ করে আসছেন। যদিও ইউটিউব মিউজিকের জন্য এটি অনেক দেরি হয়ে গেছে, তবুও এই নতুন ফিচারের কারণে ব্যবহারকারীরা এখন আগের চেয়ে অনেক বেশি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পাবেন।
আগে ইউটিউব মিউজিক ওয়েব ভার্সন থেকে মোবাইলে যেখানে গান শোনা থামানো হয়েছিল তা শনাক্ত করতে পারতো, কিন্তু সেটি ছিল কেবল একমুখী। এ ছাড়া এতে বড় একটি সীমাবদ্ধতা ছিল—এটি গানের নির্দিষ্ট অবস্থান (Playback Position) মনে রাখতে পারতো না। ফলে ওয়েব ভার্সনে গানটি একদম শুরু থেকে প্লে হতো। প্রযুক্তি সাইট ৯টু৫গুগল এর মতে, নতুন সার্ভার-সাইড আপডেটের মাধ্যমে এই সমস্যাগুলো দূর হতে যাচ্ছে।
ইউটিউব মিউজিকের ‘কিউ’ এখন সত্যিকারের ‘হ্যান্ডঅফ’ কার্যকারিতা পাচ্ছে। এখন অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে অ্যাপটি ওপেন করলে প্লেয়ারে একটি অস্থায়ী লেবেল দেখা যাবে। সেখানে “From your browser” বা “From your iPhone”-এর মতো তথ্য লেখা থাকবে, যা নিশ্চিত করবে যে অ্যাপটি অন্য ডিভাইস থেকে আপনার গানের তালিকা বা কিউটি সংগ্রহ করে নিয়েছে।



