টেকসিঁড়ি রিপোর্টঃ পরিধি আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বড় ও আকর্ষণীয় প্রযুক্তি প্রতিযোগিতা – “AI ইঞ্জিনিয়ারিং হ্যাকাথন”। ব্রেইন স্টেশন ২৩-এর সহযোগিতায় এই প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে এক অনন্য সুযোগ তৈরি করবে।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, ঢাকার কেন্দ্রে। সারাদিনের এই ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের সৃজনশীল সমাধান ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করবে।
এই হ্যাকাথনের প্রথম পুরস্কার নির্ধারণ করা হয়েছে ২,৫০,০০০ টাকা, ১ম রানার আপ টিমের জন্য ৫০,০০০ টাকা এবং ২য় রানার আপ এর জন্য ৩০,০০০ টাকা । তাছাড়া ও বিশেষ পার্ফমেন্স এর জন্য রয়েছে আরো নানা রকম পুরস্কার।
পরিধি ও ব্রেইন স্টেশন ২৩ আশা করছে, এই প্রতিযোগিতা দেশের তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এখানে অংশগ্রহণকারীরা তাদের জ্ঞান ও সৃষ্টিশীলতার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে।
হ্যাকাথন ভেন্যু, ব্রেইন স্টেশন ২৩, ১২ তলা, এডভান্সড নুরানি টাওয়ার, ১ , মহাখালি, সি / এ, ঢাকা ১২১২
অংশগ্রহন করতে পারবে, ৩ থেকে ৫ জনের একটি দল এবং একক ( পরিধি দল এরেঞ্জ করে দেবে)।
রেজিস্ট্রেশন ফি , পেশাজীবিদের জন্য ১৫০০ টাকা , ছাত্রদের জন্য ১০০০ টাকা ।
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই ঠিকানায় https://lnkd.in/gwg6zvyc
বিকাশ করুন : 01612123478 (Make Payment)
আরও তথ্য জানতে যোগাযোগ করুন : +8801760440444 (WhatsApp)
Email: [email protected]