টেকসিঁড়ি রিপোর্ট : ১৮ অক্টোবর, শনিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের কাজের সাথে ব্যবহার করা হয়েছে রোবট।
এই রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট মানুষের সাহায্য ছাড়াই খুব কাছ থেকে আগুনে পানি নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া যেখানে আগুনের শিখা রয়েছে সেখানে মুখে করে পানি দিতেও পারে এই রোবট। আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার ফাইটারদের সাহায্যে ব্যবহার হয়েছে ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’।
শনিবার বিকালে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট বিমানবন্দরে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯ টা ২০ মিনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে । আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।
সুত্র বিডিপ্রতিদিন