টেকসিঁড়ি রিপোর্ট : “পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স,” অধিকাংশ ক্রেতাদের এই ধারণার পক্ষে মত দেন টেক বিষয়ক কিছুটা জানাশোনা থাকা ব্যক্তিরাও। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে স্মার্টফোন ব্র্যান্ড অপো’র ‘এ৫এক্স’ খুব শীঘ্রই বাজারে আসবে প্রথাগত এসব ধারণা ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরির জন্যে। দেখা যাক অপো কতটা ভুল ভাঙে।
অপো জানিয়েছে, বাংলাদেশে শিগগিরই উন্মোচিত হচ্ছে অপো ‘এ৫এক্স’। এটি মাত্র ৭.৯৯এমএম পাতলা। স্লিম ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্স সেক্রিফাইস করতে হয়, এ মোবাইলটি এমন ধারণার সম্পূর্ণ বিপরীত। এতে রয়েছে ৬০০০এমএএইচ এর বৃহৎ সক্ষমতার ব্যাটারি। এটা স্ট্রিমিং, শিক্ষা উপকরণ, কাজ অথবা যোগাযোগের জন্য আধুনিক ইউজারদের কাঙ্খিত চাওয়া।

দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে – লেজার হোয়াইট এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্লু। এ স্মার্টফোনের স্লিম বডি শুধু দেখতেই প্রিমিয়াম মনে হয় না, এটি স্টাইলিশও এবং সহজেই পকেট, পার্স কিংবা হাতের মুঠোয় বন্দি করা যায়।
অপোর ‘এ৫এক্স’ পুরনো মিথ ভাঙছে। এটি সাধারণ কোনো ডিভাইস নয় বরং পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করার মতোই একটি স্মার্টফোন। পাতলা একটি স্মার্টফোন পাবার আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের কথা ভেবে বিসর্জন দিতে হবে না।
‘অপো এ৫এক্স’ এর মাধ্যমে অপো আবারো প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধুমাত্র সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বুঝায় না। তা দীর্ঘ সময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয় এমন ধারণার ইতি টানলো।