28 C
Dhaka
২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা সফর, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

দেশের বাজারে এলো টেকনো ক্যামন ৪০ সিরিজ

টেকসিঁড়ি রিপোর্ট : টেকনো ক্যামন ৪০ সিরিজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের দুটি মডেল— ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো।

ক্ল্যাসিক লুকের ক্যামন ৪০ এবং ক্যামন ৪০ প্রো-এর ইউনিক ফিচারগুলোর মধ্যে একটি হলো ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি, যার সাহায্যে ব্যবহারকারী ১৫ ফ্রেম প্রতি সেকন্ডে ক্যাপচার করতে পারবে। যেখানে সেগমেন্টের অন্য ফোনে ফাস্ট মুভিং সাবজেক্ট ক্যাপচারের সময় সাবজেক্ট ব্লার হয়ে যায়, সেখানে ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশস্ন্যাপ ফিচার দিয়ে যেকোনো ফাস্ট মুভিং সাবজেক্টের ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে।

এতে আরও আছে একটি ডেডিকেটেড ফ্ল্যাশস্ন্যাপ বাটন, যা ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স কে দুর্দান্ত লেভেলে নিয়ে যাবে। ক্যামন ৪০ সিরিজের ক্লাসিক সাইড এক্সিস ডিজাইন একদিকে যেমন প্রিমিয়াম লুক দেয়, তেমনি দুর্দান্ত ফিচারের সাথে এসেছে। এর মূল আকর্ষণ সনির ফ্ল্যাগশিপ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৭০০সি সেন্সর, যার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এআই স্ন্যাপ সেন্সর — যা ব্যবহারকারীকে দেয় নিখুঁত ক্যামেরা এক্সপেরিয়েন্স। পাশাপাশি ডেডিকেটেড ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ বাটন ব্যবহারের মাধ্যমে মুহূর্তগুলো ধরে রাখা যায় সহজেই।

দৈনন্দিন ব্যবহারের বিষয়টি খেয়াল রেখে ক্যামন ৪০ সিরিজে আছে আল্ট্রা ড্রপ-রেজিস্ট্যান্ট বডি, যা এসজিএসের ফাইভ-স্টার ড্রপ-রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পাওয়া। এর সঙ্গে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, যা ফোনটিকে করেছে আরও বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী। এছাড়া এআই ফিচারসের মাধ্যমে স্মার্ট প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে ক্যামন ৪০ সিরিজ।

এতে আছে একাধিক এআই টুলস যেমন— এআই ফুল-লিংক কল অ্যাসিস্ট্যান্ট (এআই নয়েজ ক্যানসেলেশন, কল ট্রান্সলেশন, কল সামারি, এআই অটো কল আনসার); এআই স্টুডিও (এআই ইরেজার ২.০, ইমেজ এক্সটেন্ডার, শার্পনেস প্লাস, পারফেক্ট ফেস, এআইজিসি পোট্রেট ২.০); এবং এআই প্রোডাক্টিভিটি (এআই রাইটিং, ট্রানস্লেট ও র্সাকেল সার্চ)।

এই সিরিজে ব্যবহৃত হয়েছে হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর সেরা পারফম্যান্স নিশ্চিত করবে পাশাপাশি রয়েছে ৫ বছর (৬০ মাস) পর্যন্ত স্মুথনেস গ্যারান্টি। আরও আছে ২৫৬ জিবি রম এবং ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড)। এছাড়া ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ডিভাইস দুটি ঝামেলা ছাড়াই পুরো দিন ব্যবহার করা যায়।

ক্যামন ৪০ সিরিজে আছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ আল্ট্রা-ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। এর মধ্যে ক্যামন ৪০-এ আছে ফ্ল্যাট ডিসপ্লে এবং ক্যামন ৪০ প্রো’তে আছে আকর্ষণীয় কার্ভড ডিসপ্লে— যা ব্যবহারকারীকে প্রাণবন্ত ও নিখুঁত কন্টেন্ট এক্সপ্রিয়েন্স দিবে।

সেলফি ক্যামেরার দিক থেকেও অনেক এগিয়ে সিরিজটি। ক্যামন ৪০ প্রো’তে আছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ক্যামন ৪০-এ আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা প্রতিবারই ঝকঝকে ও নিখুঁত ছবি তুলতে সহায়তা করে।

ডিউরাবিলিটি সেকশনেও ক্যামন ৪০ সিরিজটি দুর্দান্ত— যেমন ক্যামন ৪০-এ আছে আইপি ৬৬ রেটিং যারা পানির স্প্ল্যাশ ও ধুলোবালি থেকে প্রটেকক্ট করবে ফোন, আর ক্যামন ৪০ প্রো’তে আছে আরও উন্নত আইপি ৬৮ ও ৬৯ ওয়াটারপ্রুফ রেটিং, যা ধুলোবালি থেকে বাড়তি সুরক্ষা দেয়ার পাশাপাশি ব্যবহারকারীদের আন্ডারওয়াটার ফটোগ্রাফি এক্সপেরিয়েন্সে ভিন্ন মাত্রা যোগ করবে। ক্যামন ৪০ প্রো ডিএক্সও মার্ক-এ টপ পজিশন ধরে রেখেছে। এটি ৬০০ ডলারের নিচে গ্লোবাল ফটোগ্রাফি র‍্যাংকিং ক্যাটাগরিতে টপ ১ নম্বর পজিশনে রয়েছে।

টেকনো অনুমোদিত দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে এই দুটি স্মার্টফোন। ক্যামন ৪০-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩,৯৯৯ টাকা এবং ক্যামন ৪০ প্রো’র মূল্য ২৭,৯৯৯ টাকা।

Related posts

বাংলাদেশের ই-কমার্স খাত : সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সমাধান

TechShiri Admin

০% ইএমআই সুবিধায় দেশে লঞ্চ হলো এআই প্রযুক্তির ইনফিনিক্স নোট ৫০ সিরিজ

Tahmina

আইএফএ ২০২৪-এ টেকনোর উদ্ভাবনী এআইওটি ইকোসিস্টেম প্রদর্শন

Tahmina

Leave a Comment