টেকসিঁড়ি রিপোর্ট : ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’ (TICK AMX13)। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের এক ব্যতিক্রমী সংমিশ্রণ এই নতুন স্মার্টওয়াচ।
নতুন এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চির ৩৯০ বাই ৪৫০ রেজ্যুলেশনের এইচডি অ্যামোলেড ডিসপ্লে যা দিচ্ছে আরও উন্নত কালার আউটপুট এবং অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এতে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি, স্কয়ার ডায়াল ডিজাইন, এবং সাথে দু’টি ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ যা ক্যাজুয়াল ও প্রফেশনাল উভয় ব্যবহারের জন্যই মানানসই।
অ্যাপ স্টোর কিংবা প্লেস্টোর থেকে ‘ওয়ালটন টিক’ অ্যাপ ডাউনলোড করে গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোনের সঙ্গে ‘টিক এএমএক্স১৩’ ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন।
‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটিতে রয়েছে শক্তিশালী এসএফ৩২এলবি৫৬৩ (SF32LB563) চিপসেট এবং ৩৫০ এমএএইচ ব্যাটারি যা একবার চার্জে ৮-১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এই মডেলটিতে ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন থাকায় সরাসরি ব্লুটুথ কলিং করা যায়। পাশাপাশি দ্রুত রেসপন্সের জন্য রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও ভাইব্রেশন অ্যালার্ট।
হেলথ ও ফিটনেস মনিটরিংয়ে ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচ একটি সত্যিকারের অল-ইন-ওয়ান সলিউশন। এতে রয়েছে ১০০টি স্পোর্টস মোড, যার মধ্যে ৪টি অটো রিকগনিশন সহ রয়েছে রানিং প্ল্যান ও রানিং কোর্স ফিচার।
এছাড়াও থাকছে ২৪ ঘণ্টার হেলথ ট্র্যাকিং সুবিধা—হার্ট রেট, স্ট্রেস, ঘুমের সময় বিশ্লেষণ, রেসপিরেশন রেট, এইচআরভি এবং পিপিজি ব্লাড প্রেসার মনিটরিং। স্মার্ট অ্যাসিস্ট্যান্টযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে মেসেজ ও কল অ্যালার্ট, গোল রিমাইন্ডার, ওয়াটার অ্যান্ড স্লিপ রিমাইন্ডার, রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল, ক্যালকুলেটর, গেমস, এমনকি ওমেন্স হেলথ রিমাইন্ডার-এর মতো অতিরিক্ত স্মার্ট ফিচারও।
‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি ৩এটিএম ওয়াটারপ্রুফ রেটিংধারী হওয়ায় বর্ষাকাল বা ঘামযুক্ত পরিবেশেও এটি অনায়াসে ব্যবহারযোগ্য। পাশাপাশি এতে রয়েছে শকপ্রুফ কেসিং এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ফিচার যা স্মার্টওয়াচটিকে করে তোলে ভার্সেটাইল এবং অলরাউন্ড ইউজের জন্য আদর্শ।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “আধুনিক জীবনযাপনে স্মার্টওয়াচ আমাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা গ্রাহকের আধুনিক জীবনের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠবে। এটি হবে সময়ের সঠিক ও সর্বোত্তম ব্যবহারের জন্য অন্যতম নির্ভরযোগ্য গ্যাজেটস।”
সকল ওয়ালটন প্লাজাতে ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি ৪,৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে ।