টেকসিঁড়ি রিপোর্ট : উইকিপিডিয়া স্কলার : কৌতূহল থাকুক জীবন্ত, জ্ঞান হোক অফুরন্ত এই শ্লোগানকে সাথী করে উইকিমিডিয়া বাংলাদেশ ২০২৫ সাল থেকে “উইকিপিডিয়া স্কলার” নামে বার্ষিক কুইজ প্রতিযোগিতা চালু করতে যাচ্ছে।
প্রথম সংস্করণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা ও রাজশাহী অঞ্চলে নির্বাচিত স্কুলগুলোতে আয়োজিত হতে যাচ্ছে। আপনার বিদ্যালয়কে এই আয়োজনে যুক্ত করতে চাইলে ইমেইল করুন: [email protected]তে।
তরুণ প্রজন্মকে মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে পরিচিত করা এবং ভবিষ্যতের জ্ঞান-নেতৃত্ব গঠনে উৎসাহিত করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
অংশগ্রহণকারীরা দুই গ্রুপে বিভক্ত থাকবে:
- গ্রুপ ক: ৬ষ্ঠ–৮ম শ্রেণি (ডিসেম্বর ২০২৫ অনুযায়ী)
- গ্রুপ খ: ৯ম–১০ম শ্রেণি (ডিসেম্বর ২০২৫ অনুযায়ী)

প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ স্কুল পর্যায়ে এবং দ্বিতীয় ধাপ আঞ্চলিক পর্যায়ে।
প্রথম ধাপ: স্কুল পর্যায়ে প্রাথমিক রাউন্ডে অনলাইনে ৩০ মিনিটের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে মোট ৬০ টি প্রশ্ন থাকবে। এই রাউন্ডে প্রতি গ্রুপ থেকে সেরা ৩০ জনকে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে।
দ্বিতীয় রাউন্ডে নির্বাচিতরা উক্ত স্কুলে অফলাইন মূল্যায়ন পরীক্ষায় অংশ নেবে, সেখান থেকে প্রতি গ্রুপে সেরা ৩ জনকে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে।
দ্বিতীয় ধাপ : স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সেখানে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
বিজয়ীদের জন্য পুরস্কার, সনদপত্র ও উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই ঠিকানায়।

