টেকসিঁড়ি রিপোর্ট : ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিকে বাংলাদেশের গর্ব টিম অ্যাটলাস চ্যাম্পিয়ন হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশন-এ অনুষ্ঠিত ১৪ তম “ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিক” -এ ২৫টি দেশের ১২৫০টিরও বেশি দলের সঙ্গে প্রতিযোগিতা করে টিম অ্যাটলাস। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সানি জুবায়েরের নেতৃত্বে এই প্রতিযোগিতায় অংশ নেয় টিম অ্যাটলাস।

টিম অ্যাটলাস একটি সম্ভাবনাময় বাংলাদেশী তরুণ রোবোটিক্স এবং গবেষণা দল।
এর আগে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিজ্ঞান ও উদ্ভাবনমেলা (আইএসআইএফ) ২০২২-এ স্বর্ণ পদক জিতে নিয়েছে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘টিম অ্যাটলাস’। সেবার প্রতিযোগিতায় ৩২টি দেশের মোট ৬১৪টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।