টেড়সিঁড়ি রিপোর্ট : মানিকগঞ্জের ছেলে জুলহাস মোল্লা। এরোনোটিক্যাল বিষয়ে তার কোনো ডিগ্রি নেই, মাত্র এসএসসি পাশ তিনি। পেশায় চুক্তিভিত্তিক ইলেকট্রিশিয়ান। কিন্তু ইউটিউবের সহযোগিতা এবং বই পড়ে ৩ বছরের গবেষণা শেষে ১ বছর সময় নিয়ে জুলহাস নিজে প্লেন তৈরি করলেন।
মঙ্গলবার, ৪ মার্চ দুপুরে তিনি উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজে চড়ে উড়ে বেড়ান। পড়াশোনা তেমন না করলেও ঢাকায় তিনি চুক্তিভিত্তিক ইলেকট্রিশিয়ানের কাজে করেন। ফাঁকে ফাঁকেই মূলত তৈরি করেছেন এই প্লেন। সফলভাবে নিজের বানানো প্লেন ওড়াতে সক্ষম হয়েছেন তিনি ।
প্লেনটি বানাতে খরচ হয়েছে প্রায় ৮ লাখ। অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে বিমানটির অবকাঠামো তৈরি করেছেন তিনি। পাশাপাশি ব্যবহার করেছেন পানির পাম্পের ‘সেভেন হর্স পাওয়ারের’ ইঞ্জিন। প্রায় ৫০ ফুট উচ্চতায় উড়তে পারে এটি ৷ অবশ্য বাণিজ্যিক কোনো প্রজেক্ট না এটা, পরীক্ষামূলক ভাবে প্রশিক্ষণের জন্য ব্যবহার করছেন তিনি ৷
হেলিকপ্টার কিংবা রোবট নয় এরোনোটিক্যাল বিষয়ে কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি যে প্লেনটি উড়াতে পেরেছেন সেই জন্য সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন জুলহাস মোল্লা ।