25 C
Dhaka
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

অপরাধ দমনে সহায়তা করবে প্রতিরোধ ডট নেট

টেকসিঁড়ি রিপোর্ট : প্রযুক্তি প্রেমী ফাহিম মুর্শেদ এবং মারওয়া কাজি মোহাম্মদ তৈরি করেছেন “প্রতিরোধ ডট নেট” নামের একটি প্ল্যাটফর্ম যা কমিউনিটির সুরক্ষা দিতে সহায়ক হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মে রিয়েল-টাইমে ঘটনা রিপোর্টিং, পর্যবেক্ষণ এবং ফ্যাক্ট চেক করতে সহায়তা করে।

অতি সম্প্রতি বাংলাদেশে অপরাধের হার বৃদ্ধি পাওয়ায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উপর চাপ বৃদ্ধির কারণে, পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে । মূলত এই কারণেই এমন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

‘প্রতিরোধ ডট নেট ‘এ যা যা থাকছে :

১. সহজ এবং সঠিক রিপোর্টিং: কয়েকটি ক্লিকেই রিপোর্ট করতে পারবেন আপনার এলাকার ঘটনা। আপনার অবস্থান স্বয়ংক্রিয়ভাবে ম্যাপ করা হবে এবং স্বেচ্ছাসেবী এবং নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হবে। তাই অবশ্যই ওয়েবসাইটটিকে আপনার অবস্থান অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে।

২. ঘটনার লাইভ/রিয়েল টাইম পর্যবেক্ষণ: আপনার এলাকার সমস্ত রিপোর্টকৃত ঘটনা দেখতে পারবেন আমাদের লাইভ ম্যাপের মাধ্যমে । আপনার চারপাশে কী ঘটছে তা তাৎক্ষণিকভাবে জানুন এবং সচেতন থাকুন।

৩. একসাথে এক জায়গায়: প্রতিরোধ সকল স্বেচ্ছাসেবী গোষ্ঠীকে একই প্ল্যাটফর্মে একত্রিত করে, যা তাদেরকে কম সময়ে দ্রুত এবং আরও কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করে। এই প্ল্যাটফর্ম কোনো লোকেশনে একই ধরনের ঘটনা রিপোর্ট হলে সেটা যেমন বুঝতে পারে, তেমনি বিচ্ছিন্ন রিপোর্ট পেলে সেটাকে ভুল রিপোর্ট হিসেবে চিহ্নিত করে।

ফাহিম মুর্শেদ ফেইসবুকে লিখেছেন, এই প্ল্যাটফর্মে যত বেশি মানুষ থাকবে, আমাদের কমিউনিটির একত্রিত হওয়া তত কার্যকর হবে।

ওয়েবসাইটটি হাইপার হ্যাকাথনের মাধ্যমে তৈরি, চলছে এর উন্নয়নের কাজ । প্ল্যাটফর্মের লিংক এখানে

Related posts

২ ক্যাটাগরিতে অ্যাসোসিও সম্মাননা অর্জন করলো বাংলাদেশ

Tahmina

তথ্যপ্রযুক্তি খাতে ২০৩১ পর্যন্ত কর অব্যাহতির দাবি ৫ সংগঠনের

Tahmina

আগামী ১৭ বছরে বাক্কো’র সদস্য ও উদ্যোক্তাদের নতুন নতুন খাতে সক্ষমতা তৈরি করতে হবে – পলক

Tahmina

Leave a Comment