৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ই- ক্যাবের প্রশাসক হলেন মুহাম্মদ সাঈদ আলী

টেকসিঁড়ি রিপোর্ট : ই- কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই- ক্যাব) এর প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেল এর উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে নিয়োগ দেয়া হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক এই নিয়োগ দেয়া হয়।

বুধবার, ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড.নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে , নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে জানাবে।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি। একই সঙ্গে পদত্যাগপত্রটি তাৎক্ষণিকভাবে কার্যকরের অনুরোধ করেন তিনি। এরপর ই ক্যাব পরিচালনা পর্ষদ থেকে সকল সদস্য পদত্যাগ করেন ।

ই-ক্যাব বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন।

আরও পড়ুন

ই-ক্যাব এর সভাপতির পদ ছাড়লেন শমী কায়সার

Related posts

আইসিটি খাতের উন্নয়নে কাজ করবে ব্র্যাকনেট এবং বিসিএস

Tahmina

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করলেন মেলানিয়া ট্রাম্প

Tahmina

দক্ষ জনবল তৈরিতে একসাথে কাজ করবে বিসিএস ও বিআইটিপিএফসি

Samiul Suman

Leave a Comment