18 C
Dhaka
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা শাবান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ইনফিনিক্স নোট ৪০এস কিনলে ওয়্যারলেস চার্জার ফ্রি

টেকসিঁড়ি রিপোর্ট : প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নোট ৪০এস স্মার্টফোনের সাথে উপহার দিচ্ছে ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জার।

৮ জানুয়ারি থেকে অনুমোদিত খুচরা বিক্রেতা এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনফিনিক্স নোট ৪০ এস কিনলে ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জার ফ্রি দেয়া হবে ।

এর আগে শুধু নোট ৪০ প্রো এর সাথে ম্যাগপাওয়ার পাওয়া যেত,  এখন থেকে নোট ৪০এস এর সাথে বিনামূল্যে পাওয়া যাবে।

স্মার্টফোন চার্জিং প্রযুক্তিতে ম্যাগপাওয়ার একটি নতুন সংযোজন। এটি জট পাকানো ক্যাবল ও ভারী চার্জারের সমস্যা দূর করার পাশাপাশি দিনভর ফোনের চার্জিং সমস্যার সমাধান করে।

আবার যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য এই ম্যাগপাওয়ার হতে পারে আদর্শ সমাধান; কেননা এটি আকারে ছোট হওয়ায় ব্যাগে বাড়তি জায়গা নিয়ে ভাবতে হয় না। এর কমপ্যাক্ট ডিজাইনের কারণে এটি পকেট বা ব্যাগের যে কোনো ছোট জায়গায় সহজেই রাখা যায়। একইসঙ্গে এই ওয়্যারলেস চার্জার একটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করে।

Related posts

স্টারলিংক এখন আর্জেন্টিনায়

Tahmina

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

Tahmina

জুলাই থেকে সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে : গভর্নর

TechShiri Admin

Leave a Comment