৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

কম্পিউটার সমিতির ২০২৪-২৬ মেয়াদের সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান

টেকসিঁড়ি রিপোর্ট : দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদের নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার ও কামরুজ্জামান ভূঁইয়া।

বুধবার রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনটির কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পদ বণ্টন করা হয়।

২০২৪-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদ আলী ভূঁইয়া। যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে এস এম ওয়াহিদুজ্জামান ও আনিসুর রহমান। পরিচালক নির্বাচিত হয়েছেন মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ। নির্বাচনে মোট ভোটার ২ হাজার ১৫০ থাকলেও ভোট দিয়েছেন ১ হাজার ৪৬৬ জন। ২৯টি ভোট বাতিল হয়েছে। সর্বোচ্চ ১ হাজার ৩৫০ ভোট পেয়েছেন মহাসচিব নির্বাচিত হওয়া কামরুজ্জামান ভূঁইয়া।

নির্বাচনে কার্যনির্বাহী কমিটির পাশাপাশি বিসিএসের ১১টি শাখার নতুন কমিটিও গঠন করা হয়েছে।
কম্পিউটার সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. নাজমুল আলম ভূঁইয়া ও মো. আমির হোসেন।

Related posts

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ৩১ মে

Tahmina

ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের – নাহিদ ইসলাম

Tahmina

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন সচিব শীষ হায়দার চৌধুরী

Tahmina

Leave a Comment