৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বাংলাদেশী ড. রুম্মান কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের প্রথম বিজ্ঞান দূত নিযুক্ত

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশী বংশোদ্ভূত ড. রুম্মান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। ২০২৪ সালে প্রথম সর্ব-মহিলা দলে যুক্ত হয়ে তিনি এই সম্মান অর্জন করলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের বিজ্ঞান দূত প্রোগ্রামের এই মর্যাদাপূর্ণ ভূমিকাটি আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলির আগাম সমাধানকে উত্সাহিত করার জন্য নিয়োগকারীর বিস্তৃত দক্ষতা এবং নেটওয়ার্ককে কাজে লাগাবে ৷

কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিউশন এনার্জি, সিভিল স্পেস ইউজ এবং ওশান সাসটেইনেবিলিটির মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলিতে তাদের দক্ষতা বাড়ানোর জন্য বিভাগটি ২০২৪ সালের এই নারী গোষ্ঠীকে বেছে নিয়েছে।

Related posts

গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানানো হবে ১৪ সেপ্টেম্বর

Tahmina

কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের নামে চালু হলো বাংলা ফন্ট

TechShiri Admin

টাটা ভারতে অ্যাপল ইউনিটের ৬০% শেয়ার কিনলো

Tahmina

Leave a Comment