24 C
Dhaka
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

কৃষির জন্য ড্রোন, লাইভ ওয়েবিনার ৭ মার্চ

টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৭ মার্চ উই রোবটিকস , বাংলাদেশ ফ্লাইং ল্যাবস  এবং মালয়েশিয়া ফ্লাইং ল্যাবস যৌথভাবে “কৃষির জন্য ড্রোন” এই বিষয়ে একটি লাইভ ওয়েবিনার আয়োজন করছে।

এই ওয়েবিনারের লক্ষ্য বিশ্বব্যাপী ড্রোন উৎসাহীদের একত্রিত করা যা সমসাময়িক কৃষিকাজ পদ্ধতিগুলিতে ড্রোনের ব্যবহার ছড়িয়ে দিবে। ড্রোন প্রযুক্তির মাধ্যমে শস্য তদারকিসহ সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ।

অনলাইনে আয়োজিত এই ওয়েবিনারে উপস্থিত থাকবেন মালয়েশিয়া ফ্লাইং ল্যাবস থেকে কৃষিভিত্তিক টেকনোলজি বিশেষজ্ঞ খো হক আন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান এম. আব্দুল্লাহ।
ওয়েবিনারটি সঞ্চালনায় থাকবেন বাংলাদেশ ফ্লাইং ল্যাবের পরিচালক অধ্যাপক ড. লাফিফা জামাল।

বিশ্বব্যাপী সময়: দুপুর ১২:৩০ (জিএমটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম: সন্ধ্যা ৬:৩০ (জিএমটি+৬)
রেজিস্ট্রেশন করতে চাইলে যেতে হবে এই ঠিকানায়, লিঙ্ক: https://rb.gy/trtlrw
নিবন্ধিত সকল অংশগ্রহণকারীদের ইমেলের মাধ্যমে ওয়েবিনার লিঙ্ক দেওয়া হবে।
এ সেশনে অংশগ্রহণের জন্য এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আপনিও যুক্ত হতে পারেন। ।

Related posts

পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিডসোলার সলিউশন

Tahmina

২০২৪ সালের মধ্যেই হবে নতুন ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ণ

Tahmina

চলছে সাবমেরিন ক্যাবল মেরামত, ইন্টারনেট সেবা ব্যাহত

Samiul Suman

Leave a Comment