24 C
Dhaka
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

জন্মান্ধরাও এবার দেখতে পাবে!

টেকসিঁড়ি রিপোর্ট : দৃষ্টি পুনরুদ্ধার করতে ইলন মাস্কের নিউরালিংক ‘ব্লাইন্ডসাইট’ ডিভাইস অনুমোদন পেয়েছে। ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে টুইট করে এই তথ্য জানান। এবার তবে জন্ম থেকেই অন্ধরাও দেখতে পাবে? !

টুইটে মাস্ক আরও বলেন, “পরীক্ষামূলক ডিভাইসটি যারা জন্ম থেকে অন্ধ ছিল তাদের প্রথমবার দেখতে সক্ষম করবে যদি তাদের ভিজ্যুয়াল কর্টেক্স অক্ষত থাকে।”

টেসলার সিইও ইলন মাস্ক ঘোষণা করেছেন, নিউরালিংক, তার ব্রেন-চিপ স্টার্টআপ কোম্পানি পরীক্ষামূলক ইমপ্লান্ট ডিভাইসের জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে অনুমোদন পেয়েছে। এটি যারা উভয় চোখ এবং তাদের অপটিক স্নায়ু হারিয়েছে এমন তাদেরও দেখতে সক্ষম করবে।

“যদি ভিজ্যুয়াল কর্টেক্স অক্ষত থাকে, এমনকি যারা জন্ম থেকেই অন্ধ তাদেরও প্রথমবার দেখতে সক্ষম করবে প্রযুক্তিটি, বুধবার ভোরে ধনকুবের এমন তথ্য জানান।

Related posts

এক্সচেঞ্জকরি লিমিটেড খুঁজছে পিসি হার্ডওয়্যার এক্সপার্ট

Tahmina

তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস আমেরিকা ডেস্ক’ চালু

TechShiri Admin

স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করবে লস অ্যাঞ্জেলেস স্কুল বোর্ড?

Samiul Suman

Leave a Comment