১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বিডিইউ তে লোগো প্রতিযোগিতা, জমা দেয়ার শেষ তারিখ ২১ মার্চ

টেক সিঁড়ি রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে লোগো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীরা আগামী ২১ মার্চ এর মধ্যে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। জমা দেয়ার ঠিকানা – [email protected] .

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, ২য় ৩০ হাজার এবং ৩য় স্থান নির্ধারনী ব্যক্তি পাবেন ২০ হাজার টাকা।

প্রতিযোগিতার নিয়মাবলী –

লোগোটি ইংরেজি ভার্সনে তৈরি করতে হবে,

ইংরেজিতে মোটো হবে innovation for Excellence,

লোগো তে জাতির পিতার অবদানের কথা প্রতিফলিত হতে হবে ,

লোগোতে শিল্প বিপ্লব , দক্ষ মানব সম্পদ, ইমারর্জিং টেকনোলজি, সমৃদ্ধি , বাংলাদেশ প্রতিফলন থাকতে হবে,

তৈরি করতে হবে Adobe Illustrator এ , PNG ফরমেটে

প্রতিযোগিতায় জমা দেয়া লোগো অন্য কোথাও ব্যবহার করা যাবে না ।

মূল শিল্পির সম্মতি ব্যতিত ধারণা নিজের বলে চালিয়ে দেয়া যাবে না।

Related posts

৭২টি উপগ্রহ তৈরির জন্য ৩৫০ কোটি ডলারের চুক্তি

TechShiri Admin

থ্রিডি কার্ভড ডিসপ্লে নিয়ে বাজারে ইনফিনিক্স নোট ৪০এস

Tahmina

বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানি এনভিডিয়া

Tahmina

Leave a Comment