25 C
Dhaka
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

দেশে ও দেশের বাইরে আইটিতে যারা দক্ষ তাদের নিয়ে হবে স্পেশাল টিম : নাহিদ

টেকসিঁড়ি রিপোর্ট : দেশে ও দেশের বাইরে আইটিতে যারা দক্ষ তাদের নিয়ে স্পেশাল টিম করার কথা ভাবছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম । রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন টা বলেছেন।

তিনি বলেন, ছাত্র আন্দোলনকে যেসব স্টার্টআপ সমর্থন জানিয়েছিল তাদের প্রতি বিরুপ আচরণ করা হয়েছিল। তাদের বিনিয়োগ বন্ধ করে দেয়া হয়েছিল ওই সময়। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। তাদের সাথে যোগাযোগ করে পুনরায় সব সরকারি সহযোগিতা চালু করা হবে।

নাহিদ বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে ধারাগুলো সমালোচিত হয়েছে সে ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে। তরণদের কে ব্যাপক ভাবে এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ তাদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনে কাজ করতে হবে, তাদের নিয়ে স্পেশাল টিম গঠনের কথাও ভাবছেন তিনি।

সকল মন্ত্রণালয় থেকে দূর্নীতি দূর করার ব্যাপারেও নাহিদ স্পষ্ট উচ্চারণ করেন। সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর দূর্নীতির জায়গা বন্ধ করতে হবে। প্রয়োজন এবং ক্যাপাসিটি নিয়ে কাজ করার ব্যাপারে গুরুত্ব দেন তিনি।

ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দেশ গঠনে কাজ করতে হবে। ইন্টারনেট সেবা পাওয়ার অধিকার সাধারণ মানুষের মৌলিক এবং মানবাধিকার অধিকার। সেই তথ্যের অবাধ প্রবাহ বন্ধ করে যারা দেশের মানুষ হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। অবশ্যই তদন্ত করা হবে।

Related posts

২০২৭ এর আগে আধুনিক সিরি প্রকাশ করছে না অ্যাপল

Tahmina

উবার বাংলাদেশের ৮ বছর পূর্তি, ৭.২ মিলিয়নেরও বেশি যাত্রী সেবা প্রদান

Tahmina

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর ২৮তম কংগ্রেসে কাউন্সিল অব অ্যাডমিনিস্ট্রেশন এর সদস্য নির্বাচিত বাংলাদেশ

Samiul Suman

Leave a Comment