24 C
Dhaka
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

পেইজ , আইডি হ্যাকড হলে উদ্ধারে কাজ করছে ডিজিরেসকিউ

টেকসিঁড়ি রিপোর্ট : ফেইসবুক পেইজ বা আইডি হ্যাকড হলে বা হারিয়ে গেলে উদ্ধারে কাজ করছে ডিজিরেসকিউ নামের একটি প্রতিষ্ঠান।

তারা যে কোন হ্যাক হওয়া একাউন্ট, ফেইক একাউন্ট রিমুভ করা, ডিজেবল একাউন্ট রিকভারি এবং সোশ্যাল মিডিয়ায় কপি রাইট ইস্যু , মনিটাইজ করা ইত্যাদি সেবা প্রদান করে থাকে ।

এ পর্যন্ত তারা নিজের গল্প বলার প্ল্যাটফর্মের প্রধান ইকবাল বাহার জাহিদ , মোটিভেশনাল স্পিকার জাভেদ পারভেজ, এফবিসিসিআই প্রেসিডেন্ট , ভারতীয় নায়িকা মিমি চক্রবর্তী, জেবা জান্নাত, ক্লদিং ব্র্যান্ড আনজারা, অভিনয় শিল্পি মিলি বাসার, মিলন ভট্টাচার্য , সিনথিয়া ইয়াসমিন, ডিপজল , মিষ্টি জান্নাত, অলংকার চৌধুরী , সানজানা সরকার রিয়া , এবং সালমান মুক্তাদিরের স্ত্রীর ফেইক একাউন্ট উদ্ধার করেছে বলে দাবি করেছে।

এছাড়া তারা কপি রাইট ইস্যু এবং পেইজ মনিটাইজ করা , পেইজ ভেরিভাইড করা , ট্রল রিমুভ করার কাজ ও করেছে বলে জানিয়েছে তাদের পেইজে।

টেকসিঁড়ির পাঠকদের জন্য ঠিকানা দিয়ে দেয়া হল এখানে। আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা অসুবিধা সেবা গ্রহন করতে আপনারা যোগাযোগ করুন ।

Related posts

পাসওয়ার্ড পলকের কাছে তাই বন্ধ আইসিটির ফেইসবুক,ইউটিউব!

Tahmina

পিক্সেল৯ এর রিভিউ আদায়ে টেক ইনফ্লুয়েন্সারদের গুগলের হুমকি

Tahmina

মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডে প্লাটিনাম জিতলো টেকনো ক্যামন ৩০ সিরিজ

TechShiri Admin

Leave a Comment