৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বুয়েট ও আইইউটি ক্যাম্পাস রিক্রুট করল থেরাপ বিডি

টেকসিঁড়ি রিপোর্ট : থেরাপ (বিডি) ক্যাম্পাস রিক্রুট পরীক্ষা নিয়েছে বুয়েট এবং ইসলামিক ইউনিভার্সিটি অভ টেকনোলজি, আইইউটিতে।

৩০ এপ্রিল সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা অব্দি দুটো ক্যাম্পাসে ই এই নিয়োগ পরীক্ষা নেয়া হয়। ৪ টি পদের জন্য ক্যাম্পাস রিক্রুট্মেন্ট করে প্রতিষ্ঠানটি।

লিখিত পরীক্ষায় পদ সংশ্লীষ্ট প্রাসঙ্গিক মৌলিক এবং সাধারণ প্রশ্ন থাকবে ছিল। এর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সফটওয়্যার টেস্টিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের মতো বিষয়গুলি, যার উদ্দেশ্য মৌলিক জ্ঞানের মূল্যায়ন করা।

থেরাপ (বিডি) লিমিটেড একটি ইউএস-ভিত্তিক সফটওয়্যার কোম্পানি যা বাংলাদেশে নিবন্ধিত, যারা ২০০৪ সাল থেকে দেশে কাজ করছে।

Related posts

নগর থেকে ইন্টারনেটের ঝুলন্ত তার অপসারন চাই, আইএসপিএবি’র কার্যালয় উদ্বোধনে পলক

Tahmina

অনলাইনে প্রাইভেসি রক্ষায় অর্থ ব্যয় কি উচিত?

Tahmina

এআই প্রতিভা যুদ্ধে উত্তপ্ত ইউরোপ

Samiul Suman

Leave a Comment