টেকসিঁড়ি রিপোর্ট : এইমাত্র পাওয়া খবর থেকে জানা গেছে, ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২টি গোল্ড , ৪টি সিলভার ও ৪টি ব্রোঞ্জ মেডেলসহ মোট ১০টি পদক অর্জন করেছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল।
দক্ষিণ কোরিয়ার বুসানে ১৭ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হল ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা শুরু হয়। ২১ জানুয়ারি এই প্রতিযোগিতার সমাপনী বুসানের বেক্সকো এগজিবিশন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ।
৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড থেকে নির্বাচিত ১০ সদস্যের বাংলাদেশ দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ১০ টি পদক অর্জন করে এই সদস্যরা ।
বাংলাদেশ দলের পক্ষে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে আনাড়ি দলের আরিয়েত্তি ইসলাম ও ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি সিনিয়র গ্রুপে সিরিয়াসলি ক্লুলেস দলের সদস্য নামিয়া রওজাত নুবালা।
পাশাপাশি এই প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেছে ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে আনাড়ি দলের আরিয়েত্তি ইসলাম, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন তানিশা ও টিম শিফু দলের সদস্য প্রিয়ন্তী দাস এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে স্যাফ.এআই দলের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির।
বাংলাদেশ দলের পক্ষে ব্রোঞ্জপদক অর্জন করেছে ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে দ্যা স্ক্রু লুজ দলের সদস্য নাফিয়া বাসার সুহানী, একই ক্যাটাগরির সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন তানিশা ও সিরিয়াসলি ক্লুলেস দলের সদস্য নামিয়া রওজাত নুবালা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্যাফ.এআই দলের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির।
বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সহযোগিতায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
সুত্র – বিডিআরও ফেইসবুক পেইজ