27 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

শহীদ মিরাজ ও রাব্বির পরিবার দেখা করলেন তথ্য উপদেষ্টার সাথে

টেকসিঁড়ি রিপোর্ট : ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত মিরাজ হোসেন এবং মোঃ ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন।

২৫ সেপ্টেম্বর, বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে শহীদদের পরিবারের সদস্যরা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শহীদ মিরাজের বাবা তার ছেলের ৫ই আগস্ট মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে অফিস কক্ষে আবেগঘন পরিস্থিতির উদ্ভব হয়। এ সময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের ময়নাতদন্ত না করার অনুরোধ করে বলেন, হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না। তারা তার ভাইয়ের নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করলে যেকোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, সকল শহীদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, এক্ষেত্রে তাদের জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস স্থাপনের পর কাজগুলো সহজ হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় উপস্থিত ছিলেন।

Related posts

প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস সফটওয়্যার সরালো গুগল

Tahmina

নজরদারি ও আড়িপাতার ২ প্রতিষ্ঠানকে বিলুপ্তির দাবি নাগরিক সংলাপে

Tahmina

এলো রিয়েলমির নতুন স্মার্টফোন নোট ৬০এক্স

Tahmina

Leave a Comment