25 C
Dhaka
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

২ ক্যাটাগরিতে অ্যাসোসিও সম্মাননা অর্জন করলো বাংলাদেশ

টেকসিঁড়ি রিপোর্ট : দেশের ২টি প্রযুক্তি প্রতিষ্ঠান এশিয়ান – ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আয়োজিত অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪ টোকিও’ এ দুই ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে।

আউটস্ট্যান্ডিং টেক অর্গানাইজেশন বিভাগে রাইজআপ ল্যাবস এবং ইমার্জিং ডিজিটাল সল্যিউশন অ্যান্ড ইকোসিস্টেম বিভাগে ইগরুট লিমিটেড এই সম্মাননা অর্জন করেছে।

৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪

দ্বিতীয় দিনে অ্যাওয়ার্ড নাইটে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ড. ব্রায়ান সিন। এসময় অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও বিসিএস প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ এইচ কাফিসহ অ্যাসোসিও এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ১৩টি বিভাগে পুরষ্কার প্রদান করা হয়। ২৪টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। জাপানের টোকিওতে অনুষ্ঠিত এই সম্মেলনে বিসিএস এর ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহন করেন।

অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি বলেন,‘বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান পুরস্কার পাওয়ায় বিশ্বের কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরার প্রচেষ্টা সফল হয়েছে। আন্তর্জাতিক আসরগুলোতে বিসিএসসহ দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর ভূমিকা বরাবরের মতোই প্রশংসনীয়।

এশিয়া এবং ওশেনিয়ান অঞ্চলের দেশগুলোর জন্য অ্যাসোসিও প্রতিবছর এই পুরষ্কারের আয়োজন করে থাকে। এই অঞ্চলের জন্য তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।

Related posts

দেশে প্রথমবার উন্মোচিত হলো ডট বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার

Tahmina

মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডে প্লাটিনাম জিতলো টেকনো ক্যামন ৩০ সিরিজ

TechShiri Admin

বাংলাদেশে হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া অনুষ্ঠিত

Samiul Suman

Leave a Comment