টেকসিঁড়ি রিপোর্টঃ দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও বাংলালিংক গ্রামীণফোনের বিরুদ্ধে সিম বিক্রিতে ‘প্রতিযোগিতা বিরোধী’ কার্যক্রমের অভিযোগ এনেছে। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের প্রতিযোগিতা কমিশনে (Bangladesh Competition Commission) এই অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে বলা হয়েছে, গ্রামীণফোন সিম বিক্রির ক্ষেত্রে ‘ক্ষতিকর মূল্য নির্ধারণ’ (predatory pricing) এবং খুচরা বিক্রেতাদের জন্য ‘বৈষম্যমূলক শর্ত’ আরোপ করছে, যা বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার পরিপন্থী।
প্রতিযোগিতা কমিশন অভিযোগ দুটি গ্রহণ করেছে এবং শিগগিরই এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হবে বলে জানিয়েছে।
এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রক সংস্থার কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং বাজারে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে, কমিশন জানিয়েছে যে তারা অভিযোগটি খতিয়ে দেখছে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই তদন্তের মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ বাজারের ভারসাম্য ও ভোক্তা অধিকার সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।