টেকসিঁড়ি রিপোর্ট : দেশের তরুণ প্রজন্মের পরিবর্তনশীল চাহিদা ও দীর্ঘমেয়াদী ব্যবহারের কথা মাথায় রেখে প্রিমিয়াম ‘নোট এজ’ স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। আপার-মিড রেঞ্জ সেগমেন্টের এই ফোনটিতে আধুনিক ৫জি প্রযুক্তি ও আকর্ষণীয় ৩ডি কার্ভড ডিসপ্লের সমন্বয় ঘটানো হয়েছে। যারা দীর্ঘ সময় একটি স্মার্টফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এই ডিভাইসটি বিশেষ সহায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নকশা ও ডিসপ্লে
ইনফিনিক্স নোট এজ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে। এর চারপাশে রয়েছে অত্যন্ত সরু বেজেল, যা ফোনটিকে দিয়েছে একটি আধুনিক ও পরিশীলিত লুক। মাত্র ৭.২ মিলিমিটার পুরুত্বের এই হালকা ওজনের ফোনটি হাতে ধরা বেশ আরামদায়ক। এছাড়া এর পার্লেসেন্ট ফিনিশ নকশা ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতার স্বাদ দেবে।
পারফরম্যান্স ও ব্যাটারি
স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে দেওয়া হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য এটি বিশেষভাবে কার্যকর। দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা দিতে এতে রয়েছে ৬৫০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি। ব্যাটারির স্বাস্থ্য সুরক্ষায় এতে যুক্ত করা হয়েছে ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যবহারের পরও ব্যাটারির সক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে।
সফটওয়্যার ও নেটওয়ার্ক সুবিধা
ইনফিনিক্স নোট এজে রয়েছে এক্সওএস ১৬ অপারেটিং সিস্টেম। ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে প্রতিষ্ঠানটি তিন বছরের ওএস আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা প্যাচ আপডেটের নিশ্চয়তা দিয়েছে। এছাড়া দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল এলাকায় উন্নত সংযোগ নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি, যা ইনডোর সিগন্যাল সক্ষমতা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে।
ক্যামেরা ও বিনোদন
ফটোগ্রাফি প্রেমীদের জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা এআই প্রযুক্তি এবং লাইভ ফটো মোড সমর্থন করে। এতে ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় কড়া রোদেও ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে। উন্নত অডিও অভিজ্ঞতার জন্য এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার।
নারী ফুটবলে সমর্থন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর
স্মার্টফোন উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে নারী ফুটবলের উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইনফিনিক্স। এর অংশ হিসেবে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার এবং তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। ব্র্যান্ডটি মনে করে, এই অংশীদারত্ব নারী ক্রীড়াবিদদের মনোবল ও নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।
ইনফিনিক্স নোট এজ সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক—এই চারটি রঙে পাওয়া যাবে। ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফোনটি এখন সারা দেশের অনুমোদিত রিটেইল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।


