টেকসিঁড়ি রিপোর্ট : ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই’র তৈরি রক্ষণশীল ঘরানার এবং এআই-চালিত এনসাইক্লোপিডিয়া ‘গ্রোকিপিডিয়া’র তথ্য এখন চ্যাটজিপিটির উত্তরে দেখা যাচ্ছে। উইকিপিডিয়া রক্ষণশীলদের প্রতি পক্ষপাতদুষ্ট মাস্কের এমন অভিযোগের প্রেক্ষিতে গত অক্টোবরে গ্রোকিপিডিয়া চালু করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির লেটেস্ট ভার্সন GPT-5.2 ডজনেরও বেশি প্রশ্নের উত্তরে অন্তত ৯ বার গ্রোকিপিডিয়াকে সূত্র হিসেবে ব্যবহার করেছে।
সংবাদদাতারা লক্ষ্য করেছেন যে, গ্রোকিপিডিয়া সাইটের অনেক নিবন্ধ সরাসরি উইকিপিডিয়া থেকে কপি করা হলেও এতে বিতর্কিত অনেক দাবি রয়েছে। যেমন—পর্নোগ্রাফি এইডস সংকটে ভূমিকা রেখেছে এমন দাবি, দাসপ্রথার পক্ষে ‘আদর্শগত যুক্তি’ এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছে এখানে।
তথ্যের উৎস এবং উদ্বেগের কারণ মাস্কের এই প্ল্যাটফর্মটি শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল। এমনকি এর সাথে যুক্ত চ্যাটবট নিজেকে ‘মেচা হিটলার’ হিসেবে বর্ণনা করেছিল এবং এটি এক্সে যৌনতাপূর্ণ ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে দিতে ব্যবহৃত হয়েছিল। তবে উদ্বেগের বিষয় হলো, এই বিতর্কিত বিষয়বস্তুগুলো এখন মাস্কের নিজস্ব ইকোসিস্টেম ছাড়িয়ে অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে।
যেসব ক্ষেত্রে গ্রোকিপিডিয়া ব্যবহৃত হচ্ছে গার্ডিয়ান জানিয়েছে যে, যেসব বিষয়ে গ্রোকিপিডিয়ার ভুল তথ্য ইতিমধ্যে প্রমাণিত—যেমন ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গা বা এইচআইভি/এইডস মহামারী—সেসব ক্ষেত্রে চ্যাটজিপিটি একে সূত্র হিসেবে ব্যবহার করে নি। এর পরিবর্তে তুলনামূলক কম পরিচিত বা অস্পষ্ট বিষয়ে এটি গ্রোকিপিডিয়ার সাহায্য নিয়েছে।
এর মধ্যে স্যার রিচার্ড ইভান্স সম্পর্কে এমন কিছু দাবিও ছিল যা গার্ডিয়ান আগেই মিথ্যা প্রমাণ করেছে। শুধু চ্যাটজিপিটি নয়, অ্যানথ্রোপিক-এর ‘ক্লদ’ (Claude) এআই-ও কিছু প্রশ্নের উত্তর দিতে গ্রোকিপিডিয়া ব্যবহার করছে বলে জানা গেছে।
ওপেনএআই-এর বক্তব্য এই পরিস্থিতির প্রেক্ষিতে ওপেনএআই-এর একজন মুখপাত্র গার্ডিয়ানকে জানিয়েছেন যে, তাদের লক্ষ্য হলো জনসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন ধরনের উৎস এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তথ্য সংগ্রহ করা। অর্থাৎ, তারা তথ্যের বৈচিত্র্য বজায় রাখার অংশ হিসেবেই বিভিন্ন উৎস ব্যবহার করছে।



