22 C
Dhaka
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

শিক্ষার্থীদের জন্য সমঝোতা করলো চুয়েট এবং এলজিইডি

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সাথে “Joint venture research program, Student mentoring and knowledge sharing” শীর্ষক সমঝোতা স্মারক সাক্ষর সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে ৩০শে মে (বৃহস্পতিবার) ২০২৪ সকাল ১১ টায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মারুফুল হাসান মজুমদার, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “এলজিইডি এর সাথে এই ধরণের সমঝোতা চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা ক্লাসরুমে থেকে প্রতিষ্ঠানের ব্যবহারিক কাজ সম্পর্কে জানতে পারবে যা তাদের আগামীর পথচলাকে আরও মসৃণ করবে।”

বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, এলজিইডি এর প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন, পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পানিসম্পদ কৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম।

Related posts

এয়ারক্রাফট ডিজাইন প্রতিযোগিতায় দক্ষিন এশিয়ায় দ্বিতীয় MIST

Samiul Suman

ব্র্যাকইউ অলটার যাবে নেদারল্যান্ডে আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায়

Samiul Suman

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষায় মনোযোগ দিতে হবে – বিডিইউ উপাচার্য

Tahmina

Leave a Comment