২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

৩০ হাজার টাকার রাউটার ৫ লাখ ৮০ হাজার টাকায়!?

টেকসিঁড়ি রিপোর্ট : ৩০ হাজার টাকার রাউটার ৫ লাখ ৮০ হাজার টাকা দিয়ে কিনেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

শুধু তাই নয়, রাউটার ছাড়াও আরও বেশ কিছু পণ্য বাজার দরের চেয়ে বেশি দামে কিনেছে আরইবি। এসব পণ্য হলো- প্রিন্টার, কম্পিউটার, ল্যাপটপ, স্লিপ প্রিন্টার ও এসি। একেকটি লেজার প্রিন্টার ১৫ লাখ ৫৯ হাজার টাকা দিয়ে কিনেছে প্রতিষ্ঠানটি। বাজারে যেসব প্রিন্টারের দাম সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা।

আরইবির প্রকল্পের পরিচালক ছিলেন প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক (কারিগরি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, এখানে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়নি। দরপত্রের মাধ্যমে মালপত্রগুলো কেনা হয়েছে। যেখানে অনেক বেশি প্রতিযোগিতা হয়েছিল। এখানে কিছু আইটেমের দাম বেশি মনে হলেও কোনো কোনো আইটেমের দাম বাজারদরের চেয়ে অনেক কম।

এদিকে এই খবর ছড়িয়ে পড়লে ফেইসবুকে শুরু হয়েছে শোরগোল। ভোক্তা অধিকার গ্রুপ এবং ব্যক্তিগত আইডিতে ফেইসবুক ইউজাররা ক্ষোভ ঝাড়ছেন। অনেকে স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল চুরি ঠেকাতে স্বচ্ছতার দাবি তুলেছেন।

‘প্রি-পেমেন্ট ই-মিটারিং ইন ঢাকা ডিভিশন আন্ডার রুরাল ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম (ফেইজ-১)’ নামে একটি প্রকল্পের আওতায় এসব মালপত্র কিনেছে আরইবি, যা পরবর্তীতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সরবরাহ ও স্থাপন করেছে আরইবি।

দৈনিক দেশ রূপান্তর এবং কালবেলা এ খবর প্রকাশ করেছে ।

Related posts

সিসিলিতে ইয়ট ডুবি, নিখোঁজ ইউকে প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ

Tahmina

শেয়ারপয়েন্ট আক্রমণের পেছনে চীনা হ্যাকিং গ্রুপ জড়িত : মাইক্রোসফট

Tahmina

মাইক্রোসফট এবং এএমডি তৈরি করছে এআই সমৃদ্ধ এক্সবক্স ইকোসিস্টেম

TechShiri Admin

Leave a Comment