29 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

মোবাইল গ্যালারি শৃঙ্খল করার সহজ উপায়

তাহমিনা তানিয়া : আপনি অস্বীকার করবেন না যে আপনার মোবাইল গ্যালারির অবস্থা খুব শোচনীয়। কারণ বেড়ানো বা ব্যক্তিগত জীবনের ছবি কিংবা উদ্যোগের ছবি তুলতে গিয়ে একটা ভাল ক্লিকের জন্য আপনি একাধিক ফটো তুলেছেন। স্ক্রীনশট নিয়ে রেখেছেন কারণে অকারণে । দরকারে কাজে দেবে বলে সেইভ করে রেখেছেন অনেক ছবি । এভাবে জংগলে পরিণত এই ছবির পাহাড়কে শৃঙ্খল করতে চাইলে কিছু ট্রিকস জেনে নিন।

প্রথমে, আপনার পছন্দের ফটো অ্যাপ খুলুন, তারপর সার্চ বার খুলুন এবং আজকের তারিখে টাইপ করুন। আপনি ২ জানুয়ারি টাইপ করতে পারেন। অ্যাপটি সেই তারিখে তোলা ভিন্ন ভিন্ন বছরের সমস্ত ফটো দেখাবে ।

এখন আপনার সিদ্ধান্ত, যেগুলি আপনি আর চান না তা মুছুন ৷ আর যা রাখতে চান রাখুন।

দ্বিতীয় আরেকটি ব্যবস্থা হল – বেশিরভাগ ফটো অ্যাপ্লিকেশানগুলিতে এখন একটি “স্ক্রিনশট” ফোল্ডার রয়েছে, তাই পুরনো স্ক্রিনশটগুলি মুছতে আপনাকে অবিরাম স্ক্রল করতে হবে না। এমন করে বিভিন্ন ফোল্ডারগুলো দেখে অপ্রয়োজনীয় ছবি মুছে ফেলুন।

৩য় ব্যবস্থা – অ্যাপল ও এন্ড্রয়েড আপনার ফটো অ্যাপগুলিতে ডুপ্লিকেট ছবিগুলি খুঁজে পাওয়া এবং মুছে ফেলা সহজ করে দিয়েছে ৷ আপনি খেয়াল করে ডুপ্লিকেট ছবিগুলো থেকে বাছাই করে দরকারি ছবি রাখতে পারেন।

এভাবে বাছাই করে আপনার মোবাইল গ্যালারি ও গুগল ফটোসকে গুছিয়ে রাখুন।

Related posts

জিমেইলে এআই চ্যাটবট ‘জেমিনাই’ যুক্ত

Tahmina

ফাইবার এট হোমের ১৫ বছরের লাইসেন্স নবায়ন করলো বিটিআরসি

Tahmina

ইউরোপ, আমেরিকার পলিসির আদলে আইন করবে বাংলাদেশ : পলক

Tahmina

Leave a Comment