29 C
Dhaka
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান

টেকসিঁড়ি রিপোর্ট : ইউটিউবের সাবেক সিইও সুসান ওজস্কি মারা গেছেন শুক্রবার, ৯ আগস্ট। তিনি গত ২ বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। সুসানের স্বামী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, সে আমার কেবল স্ত্রী ই ছিলো না, ছিল আমার বন্ধু। আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি।

১৯৯৮ সালে গুগলে যোগ দিয়ে পরের বছর গুগলের প্রথম মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন তিনি। সে সময়ে অনলাইনের বিজ্ঞাপন বিষয়ে কাজ করতে গিয়ে তিনি ইউটিউব অবজার্বেশনে মনোযোগ দেন এবং তখন ইউটিউবকে অধিগ্রহণের প্রস্তাব দেন গুগলের শীর্ষ কর্তাদের।

উনার পরামর্শ ক্রমেই ২০০৬ সালে ইউটিউব অধিগ্রহণ করে গুগল। ২০১৪ সালে তিনি ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পান এবং ২০২৩ সে দায়িত্ব ছাড়েন।

Related posts

হোয়াটসঅ্যাপ শীঘ্রই ব্যবহারকারীদের প্রোফাইলে ইনস্টাগ্রাম লিঙ্ক যোগ করবে

Tahmina

অবশেষে চালু হচ্ছে ফেইসবুক,ইউটিউব,টিকটক

Tahmina

অ্যাপলের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের চুক্তি বাতিল

TechShiri Admin

Leave a Comment