৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান

টেকসিঁড়ি রিপোর্ট : ইউটিউবের সাবেক সিইও সুসান ওজস্কি মারা গেছেন শুক্রবার, ৯ আগস্ট। তিনি গত ২ বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। সুসানের স্বামী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, সে আমার কেবল স্ত্রী ই ছিলো না, ছিল আমার বন্ধু। আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি।

১৯৯৮ সালে গুগলে যোগ দিয়ে পরের বছর গুগলের প্রথম মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন তিনি। সে সময়ে অনলাইনের বিজ্ঞাপন বিষয়ে কাজ করতে গিয়ে তিনি ইউটিউব অবজার্বেশনে মনোযোগ দেন এবং তখন ইউটিউবকে অধিগ্রহণের প্রস্তাব দেন গুগলের শীর্ষ কর্তাদের।

উনার পরামর্শ ক্রমেই ২০০৬ সালে ইউটিউব অধিগ্রহণ করে গুগল। ২০১৪ সালে তিনি ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পান এবং ২০২৩ সে দায়িত্ব ছাড়েন।

Related posts

অ্যাপলের ৩ বিলিয়ন আইফোন বিক্রির রেকর্ড

Tahmina

কোডিংয়ে আরও উন্নত জেমিনি ২.৫ প্রো এআই মডেল

Tahmina

এআইইউবি’র জাহিদ আজ ডিজনি প্লাসের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার

Tahmina

Leave a Comment