21 C
Dhaka
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

MVNO কি ?

টেকসিঁড়ি রিপোর্ট : MVNO হলো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) সেবা।

মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হল এমন একটি কোম্পানি যা মোবাইল স্পেকট্রাম লাইসেন্সের মালিক নয় কিন্তু লাইসেন্সপ্রাপ্ত মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে তার ব্র্যান্ড নামে মোবাইল সার্ভিস দিয়ে থাকে।

MVNO গুলি প্রায়শই প্রথাগত নেটওয়ার্ক ক্যারিয়ারগুলির তুলনায় আরও সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা প্রদান করে, যা গ্রাহকদের মোবাইল ফোন বিল কমাতে সাহায্য করে। এই অপারেটরগুলি কম হারে অফার করতে পারে কারণ তারা একটি ছোট ব্যবসায়িক মডেলে কাজ করে, নেটওয়ার্ক পরিকাঠামোর মালিক নয় এবং ওভারহেড খরচ কম।

Google টি-মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কভারেজ প্রদান করে। Google Fi হল একটি MVNO, মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ৷

Related posts

অ্যাপলের নতুন সংস্করণ আইওএস ১৮ তে যা যা থাকছে

TechShiri Admin

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’২৪ চ্যাম্পিয়ন জবি’র টিম কোয়ান্টাম ভয়েজার

Tahmina

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস খাতে আয়কর অব্যাহতির দাবি উদ্যোক্তাদের

Tahmina

Leave a Comment