25 C
Dhaka
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’২৪ এর রেজিস্ট্রেশন শুরু

টেকসিঁড়ি রিপোর্ট : ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এর রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে ৪ সেপ্টেম্বর। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। পাশাপাশি সকল ক্যাটাগরির আপডেট করা রুলবুক প্রকাশিত হবে ৩ সেপ্টেম্বর।

নির্বাচিত বিজয়ী বাংলাদেশ দল উচ্চতর প্রশিক্ষণ নেবে এবং দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

রেজিস্ট্রেশনের পর নিম্নোক্ত ধাপসমুহে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে-

ক) অনলাইন প্রাথমিক বাছাই পর্ব – রেজিস্ট্রেশন করা সকল দলকে নিয়ে প্রথমে একটি অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অনলাইন প্রাথমিক বাছাই পর্ব নির্ধারিত গুগল ফর্মে অনুষ্ঠিত হবে ১৩ – ১৪ সেপ্টেম্বর ২০২৪।

অনলাইন প্রাথমিক বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। এই পর্ব থেকে নির্বাচিত দলসমূহ দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্বে অংশ নিবে।

খ) দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব- দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব জুম (Zoom) প্লাটফর্মে নিচের শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে –

ক্রিয়েটিভ ক্যাটাগরি – ২১ সেপ্টেম্বর ২০২৪

ক্রিয়েটিভ মুভি – ২৭ সেপ্টেম্বর ২০২৪

ফিজিক্যাল কম্পিউটিং – ২৮ সেপ্টেম্বর ২০২৪

গ) অফলাইন বাছাই পর্ব – দ্বিতীয় পর্যায়ের অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা দলদের নিয়ে পরবর্তীতে অফলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

অফলাইন বাছাই পর্বে অংশগ্রহণকারী দলগুলোর আরও বিস্তারিত ইভালুয়েশনের মাধ্যমে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিজয়ী দলসমূহ নির্বাচিত হবে। বিজয়ী দলসমুহ এচিভমেন্ট সার্টিফিকেট ও মেডেল অর্জন করবে এবং পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে অংশগ্রহণ করবে।

অফলাইন বাছাই পর্বের বিজয়ীদের নিয়ে এরপর আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রত্যেক অংশগ্রহণকারীর ইভালুয়েশন হবে ও নিজস্ব যোগ্যতা যাচাই বাছাই করা হবে। ক্যাম্পে যেসকল অংশগ্রহণকারী সর্বোচ্চ যোগ্যতা প্রদর্শন করতে পারবে শুধুমাত্র তারা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবার জন্য নির্বাচিত হবে।

বিস্তারিত সময়সূচী জানা যাবে এই লিংকে – https://bdro.org/schedule/

Related posts

কৃষির জন্য ড্রোন, লাইভ ওয়েবিনার ৭ মার্চ

Tahmina

শেষ হলো ৩দিনব্যাপী ৮ম বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স-২০২৪

Samiul Suman

বিডিএনওজি ১৮ ফেলোশিপ এর আবেদন উন্মুক্ত

TechShiri Admin

Leave a Comment