24.4 C
Dhaka
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

নোবিপ্রবিতে জাতীয় সায়েন্স ফেস্ট, চলছে নিবন্ধন

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর নিবন্ধন শুরু হয়েছে।

নোবিপ্রবি তৃতীয় সায়েন্স ফেস্ট এর সম্ভাব্য তারিখ ১৮ – ১৯ জানুয়ারী ‘২৫। স্কুল-কলেজ পর্যায়ে ২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৪টি সহ মোট ১৬টি পর্বে এবারের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীরা এই সায়েন্স ফেস্টে অংশগ্রহণের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের তারিখ ২৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ওই কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

নোবিপ্রবি আইআইটি’র সাথে ৩টি সফটওয়্যার কোম্পানির সমঝোতা

TechShiri Admin

বিডিইউ তে দিনব্যাপী ওয়ার্কশপ নিলেন ডঃ মুহাম্মদ ফিরোজ মৃধা

Tahmina

চুয়েটে “ডাইনামিক্যাল সিস্টেম্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স” শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

Samiul Suman

Leave a Comment