27 C
Dhaka
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বেসিস সদস্যদের বিশেষ দুটি সেবা দেবে এনআরবি ব্যাংক

টেকসিঁড়ি রিপোর্ট : বেসিস সদস্যদের জন্য বিশেষ দুটি সেবা চালু হলো। এগুলো হলো, স্টার্টআপদের জন্য জামানত বিহীন ফাইন্যান্সিং পণ্য “এনআরবি সূচনা” এবং বাণিজ্যিক ও এন্টারপ্রাইজ ব্যবহারের জন্য বিশেষ কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবা।

২৭ নভেম্বর ২০২৪, বুধবার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং এনআরবি ব্যাংক পিএলসি-এর মধ্যে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য বেসিস সদস্যদের ব্যবসায়িক প্রক্রিয়া সহজতর করা এবং নতুন উদ্ভাবনে সহায়তা করা। জামানতবিহীন ঋণের মাধ্যমে সদস্যরা তাদের ব্যবসা সম্প্রসারণে দ্রুত ও সহজে আর্থিক সেবা পাবেন। পাশাপাশি, বিশেষায়িত কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবা প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন খরচ ব্যবস্থাপনা পরিচালনায় সহজতা আনয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি এম রাশিদুল হাসান; পরিচালক বিপ্লব ঘোষ রাহুল ও মীর শাহরুখ ইসলাম; বেসিস সদস্য সেবা ও কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া; ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান; এবং বেসিস সেক্রেটারিয়েট সদস্য এস.এম. জাকারিয়া ইসলাম।

এনআরবি ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন এনআরবি ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহীন হাওলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী; উপ- ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন এবং এসএমই ও কার্ড বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেসিস সভাপতি এম রাশিদুল হাসান বলেন, “এই চুক্তি বেসিস সদস্যদের জন্য সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। জামানতবিহীন ঋণ এবং কাস্টমাইজড কর্পোরেট ক্রেডিট কার্ড সেবা সমূহ শুধুমাত্র ব্যবসার পরিচালনা সহজ করবে না, বরং উদ্ভাবনী উদ্যোগ গুলোর বিকাশ এবং পুরো আইসিটি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এনআরবি ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহীন হাওলাদার বলেন, “বেসিসের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে তারা জামানত ছাড়াই দ্রুত আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন।”

বেসিসের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল বলেন, “এই উদ্যোগ আমাদের সদস্যদের আর্থিক স্থিতিশীলতা অর্জনে সহায়তা করবে এবং তাদের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করবে।”

এছাড়াও, অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের এসএমই ও এগ্রি বিভাগের প্রধান এ.এম. জাহেদ এবং কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এই অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবনী এসএমই ফাইন্যান্সিং এবং কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবাগুলির সুযোগ ও কার্যকারিতা নিয়ে আলোচনা করেন।

Related posts

‘এটুআই প্রকল্পের ৮৫৫ কোটি টাকা দুর্নীতি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

Tahmina

বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন

Tahmina

রবিকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

Tahmina

Leave a Comment