29 C
Dhaka
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

দেশে বর্ষসেরা টিকটক কনটেন্ট ক্রিয়েটর নাদির

টেকসিঁড়ি রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বর্ষসেরা ভিডিও নির্মাতা বা কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন নাদির (নাদির অন দ্য গো)।

শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’ আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়। এ বছর ১০টি শ্রেণিতে পুরস্কার দিয়েছে টিকটক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।

পুরস্কার অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৪’। বর্ষসেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন নাদির (নাদির অন দ্য গো)। নাদিরের পক্ষ থেকে তার বাবা পুরষ্কার গ্রহণ করেন।

এ ছাড়া সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন গুলফাম শাহানা জানা। সেরা ফ্যাশন ক্রিয়েটর হামজা খান শায়ান এবং সেরা ট্রাভেল ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন মি. মিক্সার রাশিক (মি. মিক্সারসওয়ার্ল্ড)।

নাদির তার ফেইসবুক গ্রুপে জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বর্ষসেরা ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হওয়া সত্যিই একটি সম্মান। যদি আমি এই মুহূর্তে গ্রহের অন্য দিকে না হয়ে সেখানে থাকতে পারতাম। তিনি যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন।

এই পুরস্কারের জন্য গত ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ১০টি শ্রেণিতেই ব্যবহারকারীরা ভোট দেওয়ার সুযোগ পান।

Related posts

গুজবের শিকার শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক,যশোর

Tahmina

আন্ডারওয়াটার ফটোগ্রাফির ফিচার নিয়ে অপো’র এআই ফোন এখন দেশে

Tahmina

সৌদি আরবে প্রযুক্তিসেবা দেবে আস্থা আইটি

Tahmina

Leave a Comment