টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ২২ জানু্যারী, ২০২৫, সিসকো এআই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে । এআই এর বিবর্তন প্রত্যক্ষ করতে এক্সক্লুসিভ ভার্চুয়াল সম্প্রচারের মাধ্যমে হবে এই সামিট।
সকাল ৯ টা থেকে বেলা ৩ টা অব্দি চলবে এই সামিট। সামিটে অংশ নেবেন শিল্প বিশেষজ্ঞ, সিসকো এক্সিকিউটিভ এবং এআই’র ক্ষেত্রে অগ্রগামীরা ।
বিশ্বব্যাপী ব্যবসায়িক নেতাদের এআই এর গভীর চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে আলোচনা জানতে ফ্রি রেজিস্ট্রেশন করুন এই ঠিকানায় ।