টেকসিঁড়ি রিপোর্ট : উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম যুব নেতৃত্বাধীন একটি রাজনৈতিক দলে যোগদানের জন্য পদত্যাগ করার একদিন পর এই দায়িত্ব দেয়া হয়।
এছাড়া প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার, ২৬ ফেব্রুয়ারি, এই বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।
এর আগে গতকাল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও পালনকারী নাহিদ, দুপুর ১টায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক অনানুষ্ঠানিক বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন।