৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা রমজান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

নারী দিবস উদযাপনে ২ দিনব্যাপী রোবটিক্স কর্মশালা

টেকসিঁড়ি রিপোর্ট : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উদযাপনে আগামী ৭ এবং ৮ মার্চ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক মেয়েদের জন্য আয়োজন করতে যাচ্ছে ২ দিনব্যাপী বিশেষ রোবটিকস কর্মশালা। পৃথিবীর অন্য সকল সেক্টরের মত রোবটিকসেও এগিয়ে যাচ্ছেন নারীরা।

অংশ নিতে পারবে আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৮ থেকে ১৮ বছর বয়সী মেয়ে শিক্ষার্থীরা।

আসন সংখ্যা – ২০ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)। রেজিস্ট্রেশনের শেষ সময় – ৫ মার্চ ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট। ক্যাম্পের সময় – ৭ ও ৮ মার্চ ২০২৫, প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা। ক্যাম্প ভেন্যু – ধানমন্ডি, ঢাকা।

বিস্তারিত ও রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে https://forms.gle/qkKEd6fCLVYFWa3R9

এই ক্যাম্পে রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোচ এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়া মেয়ে শিক্ষার্থীদের থেকে। এই ক্যাম্প শেষে একজন মেয়ে শিশু হাতে কলমে ৭ টি রোবটিক্স প্রোজেক্ট সম্পন্ন করবে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির বিস্তারিত ধারণা পাবে।

Related posts

হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনুষ্ঠিত চুয়েটে

Tahmina

বিশ্বমঞ্চে গৌরব অর্জন করলো বাংলাদেশের শিক্ষক বাতায়ন

Tahmina

ডোমেইন শিল্পে আমরা শক্তিশালী অবস্থান নিতে চাই : পলক

Samiul Suman

Leave a Comment