টেকসিঁড়ি রিপোর্টঃ এলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার সময় স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (IIG) এর মাধ্যমে তার বাণিজ্যিক ব্রডব্যান্ড ট্র্যাফিক রুট করবে বলে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।
সূত্রে জানা গেছে, স্টারলিংক এখন বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানের মাধ্যমে তার স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড সেবা প্রদান করবে। এটি দেশের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে সাহায্য করবে।
গত বছরের অক্টোবরে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা অপারেটরদের জন্য নির্দেশিকা তৈরি করে, যার ফলে সম্পূর্ণ মালিকানাধীন বিদেশী কোম্পানিগুলিকে লাইসেন্স পাওয়ার অনুমতি দেওয়া হয় যা এলন মাস্কের স্টারলিংক এবং অনুরূপ কোম্পানিগুলির বাংলাদেশে প্রবেশের পথ প্রশস্ত করে।
স্টারলিংক বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি দেশে সেবা দিচ্ছে। বাংলাদেশে এর সম্প্রসারণের ফলে ডিজিটাল সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ষ্টারলিংক স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলে বাংলাদেশ সরকার চাইলে ইন্টারনেট বন্ধ করতে পারবেন কি ?
এই বিষয়ে আইএসপিএবি এর পরিচালক সাকিফ আহমেদ বলেন, হ্যাঁ, বাংলাদেশ সরকার চাইলে স্টারলিংকের স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহৃত হলে ইন্টারনেট সংযোগ বন্ধ করতে পারবে। এর কারণ হলো, যদি স্টারলিংক বাংলাদেশে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে (Ground Station) স্থাপন করে, তবে সেই গেটওয়ে দেশের টেলিকম রেগুলেটর (BTRC) এবং অন্যান্য সরকারি সংস্থার অধীনে থাকবে। ফলে সরকার চাইলে এই গেটওয়েকে বন্ধ করতে পারবে, যা স্টারলিংকের ইন্টারনেট সংযোগকে কার্যত অকার্যকর করে দিতে পারে। তাছাড়া বাংলাদেশ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, টেলিযোগাযোগ আইন, বা অন্য নিরাপত্তা সংক্রান্ত আইনের আওতায় যেকোনো ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীকে নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে পারে।