টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর অভিযানে মোট ২৫টি অবৈধ/অনুমোদনবিহীন সিমবক্স, বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সর্বমোট ১৫৪৭টি সিমকার্ড এবং ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ ও কিছু রাউটার জব্দ করা হয়েছে।
গত ২৫ এপ্রিল রাজধানীর হাজারীবাগ থানাধীন বাড্ডানগর লেন এলাকায় অভিযান পরিচালনা করে।
এর সঙ্গে জড়িত থাকার অপরাধে ১ জনকে আটক এবং তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী রাজধানীর হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
অবৈধ/অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি বিক্রয় ও বিপণন বন্ধে বিটিআরসি হতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তাই অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি ক্রয়—বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।