টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১৭ই মে ২০২৫ তারিখে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিয়েছে টিম অধিকার।
টিম অধিকার-এর প্রার্থীরা হলেন: মোঃ আলমগীর হোসেন — প্রোপাইটর, ডিজিটাল কমিউনিকেশন, মোঃ জুবায়ের ইসলাম — প্রোপাইটর, জুবায়ের আইটি এক্সপার্ট, রাইসুল ইসলাম তুহিন — প্রোপাইটর, তুহিন এন্টারপ্রাইজ, এবং আনোয়ার আহমেদ মিঠু — প্রোপাইটর, ওয়াইড।
টিম অধিকার বিশ্বাস করে বৈষম্যহীনতা, দায়বদ্ধ নেতৃত্ব , স্বচ্ছতা ও সমান অধিকারে।
তাদের লক্ষ্য একটি সমতা ও স্বচ্ছতাপূর্ণ, সময়োপযোগী এবং ব্যবসা-বান্ধব আইএসপিএবি গড়ে তোলা।
বাংলাদেশের আইএসপি ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে সকল সদস্যের অধিকার রক্ষায় এবং দীর্ঘদিনের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এমনটাই জানানো হয়েছে টিমের পক্ষ থেকে ।