টেকসিঁড়ি রিপোর্টঃ স্থানীয় গেটওয়ে ছাড়াই ৯০ দিন বাংলাদেশে ইন্টারনেট পরিচালনার অনুমতি পেলো স্টারলিংক। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্টারলিংক ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছ থেকে লাইসেন্স পেয়েছে, তবে তাদের সেবা পুরোপুরি চালু করতে স্থানীয় গেটওয়ে স্থাপনের জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে তাদেরকে এই ৯০ দিনের ওয়েইভার (ছাড়) দেয়া হলো।
বিটিআরসি সূত্রে জানা গেছে, স্টারলিংককে দ্রুত তাদের অবকাঠামো সম্পূর্ণ করতে হবে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ নীতিমালা পুরোপুরি মেনে চলতে হবে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিকে স্থানীয় গেটওয়ে স্থাপন ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
স্টারলিংকের এই সেবা চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্টারলিংক জানিয়েছে , তারা বাংলাদেশের নিয়ম-কানুন মেনে দ্রুততম সময়ের মধ্যে তাদের সেবা পুরোপুরি চালু করতে কাজ করছে।
আরও পড়ুন
স্টারলিংক কাদের জন্য ? উদ্যোক্তা বান্ধব ? জাতীয় নিরাপত্তা বান্ধব ?