টেকসিঁড়ি রিপোর্ট : ওপেনএআই ওয়েব ব্রাউজিংয়ের জন্য চ্যাটজিপিটি এজেন্ট ঘোষণা করেছে। বৃহস্পতিবার, ১৭ জুলাই এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
নিজস্ব এআই চালিত ওয়েব ব্রাউজার বাজারে আনার পরিকল্পনায় এক ধাপ এগুলো ওপেনএআই। চ্যাটজিপিটির নির্মাতা এ কোম্পানিটি আগামী কয়েক মাসের মধ্যেই তাদের ব্রাউজারটি উন্মোচন করতে চায়।
গুগল ক্রোমের সঙ্গে টেক্কা দিতে এ ব্রাউজারটি আনার কথা সপ্তাহ আগে জানিয়েছে রয়টার্স।
পারপ্লেক্সিটির ‘কমেট’ এবং ‘ব্রাউজার কোম্পানি’ ‘ডিয়া’র মতই ওপেনএআইয়ের এই ব্রাউজারও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ওয়েব ব্রাউজিংকে নতুনভাবে বিবেচনা করতে সাহায্য করবে।
ধারণা করা হচ্ছে, এই ব্রাউজার ব্যবহারকারীর কিছু ইন্টারঅ্যাকশনকে বাইরের ওয়েবসাইটে না নিয়ে সরাসরি চ্যাটজিপিটির ভেতরে রাখবে।
রয়টার্স বলছে, ওপেনএআইয়ের এই ব্রাউজারে ‘অপারেটর’ নামে একটি ওয়েব-ব্রাউজিং এআই এজেন্ট যুক্ত থাকতে পারে, যা গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে কাজ করবে।
এআই চালিত ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের বাজারে বড়সড় প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে বলছেন প্রযুক্তি বোদ্ধারা। এই ব্রাউজারটি ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।
মূল বৈশিষ্ট্যসমূহ:
চ্যাট-ভিত্তিক ইন্টারফেস: ব্যবহারকারীরা ওয়েবসাইটে ক্লিক না করেই AI-এর মাধ্যমে তথ্য খুঁজে পেতে পারবেন।অটোমেটেড টাস্ক: রিজার্ভেশন, ফর্ম পূরণ ইত্যাদি কাজ AI নিজে থেকেই সম্পন্ন করতে পারবে।
ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ: ব্রাউজারটি ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে আরও ব্যক্তিগতকৃত সেবা প্রদান করবে।
ওপেনএআই ২০২৪ সালেই গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতা করতে একটি নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করেছিল।
পারপ্লেক্সিটির মতই ওপেনএআইও ব্যবহারকারীদের ডেটায় সরাসরি প্রবেশাধিকার চায় এবং ব্যবহারকারীদের জন্য এমন অভিজ্ঞতা তৈরি করতে চায় যেখানে গুগলের নিয়ন্ত্রণের মধ্যে পরতে না হয়।