টেকসিঁড়ি রিপোর্টঃ গত সপ্তাহ থেকে নগদ ব্যবহারকারীদের ইউজার ইনফরমেশন টেলিগ্রাম বটসহ বিভিন্ন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে।
.
বাংলাদেশের আইসিটি ডিভিশনের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (CIRT) জানায় তারা আরো ২ সপ্তাহ আগে নগদ এবং এনআইডি কর্তৃপক্ষকে এব্যাপারে সাবধান করে। CIRT এর প্রজেক্ট ডিরেক্টর সাইফুল আলম খান জানান যে শুধু নগদ নয়, বরং ন্যাশনাল আইডি কার্ডের তথ্যও বিভিন্ন প্লাটফর্মে লিক হয়েছে।
.
টেলিগ্রামের বিভিন্ন বট বিনামূল্যে যেকোনো ব্যবহারকারীর অর্ধেক তথ্য দিয়ে দেয়, এবং ৬৪০ টাকার সাবস্ক্রিপশনে বাকি তথ্যও দিয়ে থাকে।
তবে নগদ কতৃপক্ষ বলেছে গ্রাহকদের ডাটা সম্পুর্ন সুরক্ষিত আছে।
তথ্যসুত্রঃ শর্টষ্টরিস